ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

চট্টগ্রামেও হারের বৃত্তে তামিমরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০১৬ , ০৫:৪৯ পিএম


loading/img

বিপিএলের চট্টগ্রাম পর্বটা ভালো হলো না ‍চিটাগাং ভাইকিংসের। সাকিবের ঢাকা ডায়নামাইটসের কাছে ১৯ রানে হেরে গেলো তামিমের দল। এ নিয়ে প্রথম ম্যাচে জয়ের পর টানা ৪ ম্যাচ হারলো তারা। 

বিজ্ঞাপন

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল। অধিনায়কের সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করেন দলের বোলাররা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভারে ১৪৮ রান তুলতে সক্ষম হয় ঢাকা ডায়নামাইটস।

দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন এবারের বিপিএলে নিয়মিত রান পাওয়া মোসাদ্দেক হোসেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে এবারের চমক মেহেদী মারুফ। এছাড়া ২০ রান করেন ফিনিশিং অলরাউন্ডার নাসির হোসেন।

বিজ্ঞাপন

চিটাগাং ভাইকিংসের হয়ে ৩টি করে উইকেট নেন মিলস ও নবী। এছাড়া ১টি উইকেট দখলে যায় ইমরান খানের।

টি-২০ ক্রিকেটে ১৪৯ রানের লক্ষ্যটা খুব একটা নয়। তবুও ঘরের মাঠে তা ডিঙাতে পারেনি চিটাগাং ভাইকিংস। মোহাম্মদ শহীদ, ডোয়াইন ব্রাভো ও ম্যাট কোলসের দুর্দান্ত বোলিংয়ের সামনে বড় কোনো জুটি গড়তে পারেননি তামিমরা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া ২০ রান করেন মাহমুদুল হাসান। আর শেষ পর্যায়ে মোহাম্মদ নবীর ১৫ ও নাজমুল হোসেন মিলনের ১৩ রানের ইনিংস দু’টি চিটাগাংয়ের হারের ব্যবধানটাই শুধু কমিয়েছে।

ঢাকার হয়ে ২৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন মোহাম্মদ শহীদ। ১টি করে উইকেট পেয়েছেন ব্রাভো, কোলস ও নাসির হোসেন।

বিজ্ঞাপন
Advertisement

ম্যান অব দ্য ম্যাচ মোহাম্মদ শহীদ।

এ হার দিয়ে পয়েন্ট তালিকার শেষ দিকে চলে গেলো চিটাগাং ভাইকিংস। এবারের বিপিএলে জয় দিয়ে শুরু করলেও টানা ৪ ম্যাচে হেরে পয়েন্ট তালিকার ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে তারা। অন্যদিকে, ৫ ম্যাচের ৪টিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে ঢাকা ডায়নামাইটস।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |